Bengali Department
B.A. Courses
Department of Bengali
Year of Establishment: 1996
About The department
Department Notice



আমাদের লক্ষ্য : (Our vision)
আমরা লক্ষ্য করেছি যে আমাদের অধিকাংশ ছাত্ররাই গ্রামীণ এলাকার প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের বিদ্যার্থী। আমারা চাই বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের শুধু পাঠ দান নয়, তারা যেন বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য তৈরিও হতে পারে। শুধু সাহিত্যের সাধারণ পাঠদান নয়, সাহিত্যের প্রতি অনুরাগ, ভাষা সম্পর্কে জানার কৌতূহল যাতে গড়ে ওঠে এবং বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তৈরি হয় সে সম্পর্কে আমরা ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ সচেতন থাকি।
আমাদের পরবর্তী লক্ষ্য হল –
- বাংলা বিষয়ে স্নাতোকোত্তর খোলার উদ্যোগ।
- মালদহ জেলার লোকসংস্কৃতি সংগ্রহশালা তৈরির উদ্যোগ।
- আদিবাসী ভাষা-সাহিত্য চর্চা কেন্দ্র খোলা।
- জীবিকা ও বৃত্তিমুখী জীবিকার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সাহায্যপ্রদান কেন্দ্র খোলা।
- বাংলা বিভাগের অধীনে একটি আবৃত্তিচচর্চা কেন্দ্র খোলা।
আমাদের লক্ষ্য পূরণের পথে (Our mission)
- বাংলা বিষয়ে এম. এ. খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের কাছে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন। বর্তমান লাইব্রেরী বিল্ডিং-এর ত্রিতল ভবনের উপর বাংলা স্নাতকোত্তর বিষয়টি পড়ানো হবে।
- মালদা জেলার লোক উপকরণের কোনও অভব নেই। যেমন মুখোস, মূর্তি, হাতে তৈরি মাটির বাসন, পুতুল, কাঁথাকাজ, বাঁশের কাজ, কাঁসার বাসন ইত্যাদি আরও অনেক কিছু। এই সব জিনিস সংরক্ষণের জন্য বাংলা বিভাগ অধ্যক্ষের কাছে একটি ঘরের অনুমোদন চেয়েছে। সেই ব্যাপারে তিনি সম্মত্তি প্রদান করেছেন।
- মালদা জেলায় বসবাসকারী আদিবাসী এবং মূলবাসী মানুষের সংখ্যা প্রচুর। যেমন সাঁওতাল –, ওঁরাও, মুণ্ডা, মাহালি, পলিয়া, কুড়মালি, শবর, রাজবংশী, মুশাহার, পাহাড়ি ইত্যাদি। এইসব সম্প্রদায়ের মুখের ভাষা ও লিখিত ভাষার সঙ্গে বাংলা ভাষার একটি আন্তরিক যোগাযোগ আছে। এই সব ভাষাগুলিতে মান্যতা দেওয়া ও উন্নতির লক্ষ্যে আদিবাসী ভাষাচর্চাকেন্দ্র খোলার উদ্দ্যোগ নেওয়া হয়েছে।
- বাংলা বিভাগের যে সব ছাত্র-ছাত্রী জীবিকামুখী পরীক্ষাগুলিতে সাফল্য লাভ করে নিজেরা প্রতিষ্টিত হয়েছে , সেই সব প্রাক্তনীদের দিয়ে বিভিন্ন সময়ের ক্লাস নিয়ে বর্তমান ছাত্রছাত্রীদের জীবিকার জন্য প্রস্তুত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলা বিভাগ।
- বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের মনন চর্চা ও পেশাগত লক্ষ্যে একটি আবৃত্তিচর্চাকেন্দ্র খোলার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। যেটি পরিচালিত হবে বাংলা বিভাগের শিক্ষক ও প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠিত বাচিক শিল্পীদের দ্বারা।
বিভাগীয় নিয়মাবলী (Department Rules)
- বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে 75% উপস্থিতি বাধ্যতামূলক।
- অফিস থেকে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ করার আগে শিক্ষার্থীদের অবশ্যই বিভাগীয় লাইব্রেরি থেকে বই নিয়ে থাকলে, তা ফেরত দিতে হবে।
- বিভাগ কর্তৃক আয়োজিত ছাত্র সেমিনার, কর্মশালা, বিতর্ক, চলচ্চিত্র প্রদর্শন, দেয়াল পত্রিকা প্রকাশ ইত্যাদির মতো বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হয়।
- ক্লাস-টেস্ট, প্রি-টেস্ট, টেস্ট পরীক্ষায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক।
- একটানা সাত দিনের বেশি ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের অবশ্যই লিখিতভাবে HoD-কে জানাতে হবে।
- শিক্ষার্থীদের অবশ্যই বিভাগে একটি স্বাস্থ্যকর একাডেমিক পরিবেশ বজায় রাখতে সহায়তা করতে হবে এবং কাউকে র্যাগিং বা হয়রাণি করা যাবে না।
- শিক্ষার্থীদের ময়লা-আবর্জনা না ফেলতে এবং ক্যাম্পাসে পাওয়া ডাস্টবিনে বর্জ্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
- শিক্ষার্থীদের বিভাগ থেকে বের হওয়ার সময় লাইট ও ফ্যান বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
- বিভাগীয় বিভিন্ন অনুষ্ঠানে (রবীন্দ্র জয়ন্তী, শিক্ষক দিবস, ভাষা দিবস, নবীনবরণ ইত্যাদি) ক্লাস মনিটরদেরে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
- কলেজ এবং বিভাগের বিভিন্ন বিষয়ে অবগত থাকার জন্য নোটিশ বোর্ড এবং বিভাগীয় ওয়েবসাইট-এ লক্ষ রাখতে হবে।
Highligths of The Departments
- বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে অতন্ত স্বাস্থকর পড়াশোনার পরিবেশ বিরাজমান।
- বিভাগে একজন এসোসিয়েট প্রফেসর, দুজন এসিস্ট্যেন্ট প্রফেসর, একজন স্যাক্ট (SACT) এবং একজন অতিথি শিক্ষক রয়েছেন।
- প্রায় প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিভাগের ছাত্রছাত্রীরা স্থান পায়।
- বাংলা বিভাগের একটি নিজস্ব বিভাগীয় গ্রন্থাগার রয়েছে। ছাত্রছাত্রীরা সেখানে বসে যেমন পড়াশোনা করার সুবিধা পান, তেমনি বিভাগীয় গ্রন্থাগারের বই বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ লাভ করেন।
- বিভাগের নিজস্ব পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
- বিভাগের একটি নিজস্ব স্মার্ট ক্লাসরুম রয়েছে।
- বাংলা বিভাগ নিয়মিত দেওয়াল পত্রিকা ‘বকুলবীথি’ প্রকাশ করে। যেখানে ছাত্রছাত্রীরা তাঁদের সাহিত্য প্রতিভা বিকশিত করবার সু্যোগ পান।
- বাংলা বিভাগ নিয়মিত শিক্ষামুলক ভ্রমণের ব্যবস্থা করে।
- বাংলা বিভাগে নিয়মিত আলোচনা সভা, নাটক, বিতর্ক ও বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষক দিবস উদ্যাপন, আন্তর্জাতিক ভাষা দিবস উদ্যাপন, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ, বিদায় সম্বর্ধণা, প্রাক্তনী পুনর্মিলন উৎসব প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- বিভাগের ছাত্রছাত্রীরা ওয়াই ফাই এর সুবিধা পেয়ে থাকেন।
- পাঠ্যক্রম বহির্ভুত অতিরিক্ত পাঠ গ্রহন যেমন ADD-ONN COURSE এর সুযোগ লাভ করতে পারেন ছাত্রছাত্রীরা।
Curriculum Plan
Additional Details
- BENGALI Incubation (Recitation) Activities Report ( 2018-19 to 2022-23)
- BENGALI Incubation (Proof Reading) activitis Report ( 2018-19 to 2022-23)
- Academic Calendar 2018-2023
- Academic Calendar 2022-23
- Academic Calendar 2024-25
- Add-on Course 2022
- Continues Evaluation
- Additional Class Schedule
- Additional Class Schedule
- Student centric Naac
- Class Dairy 2022-2023
- Class Dairy 2022-2023
- Mentor Mentee - 2019-2020
- Mentor Mentee - 2020-2021
- Mentor Mentee - 2021-2022
- Mentor Mentee - 2022-2023
- ICT 2022-2023
- ICT 2018-2019
- ICT 2020-2021
- ICT 2018-2019
- Student Centric 2018-2019
- Student Centric 2019-2020
- Student Centric 2020-2021
- Student Centric 2021-2022

Dr. Kshitish Ch. Mahata
Head Of the Department
Welcome to the Department of Bengali
১৯৮৫ সালে গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পথ চলা শুর হয়। শুরু থেকেই ড. সুস্মিতা সোম (কর্মকার) সর্বপ্রথম একজন পূর্ণকালীন ফ্যাকাল্টি সদস্য হিসাবে নিযুক্ত হন এবং ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছেন। এভাবেই ধীরে ধীরে অন্যান্য শিক্ষকদের যুক্ত হওয়ার সাথে সাথে বিভাগটি নিজেই ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কয়েক দশক ধরে এই এলাকার শিক্ষার্থীদের প্রতি এই বিভাগের বৌদ্ধিক অবদানের উত্তরাধিকার রয়েছে। শিক্ষাগত উৎকর্ষতার লক্ষ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখা বিভাগ মালদা কলেজ স্নাতকোত্তর বাংলা বিভাগের সাথে গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ও শিক্ষক আদান প্রদানের একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বিভাগটি ইউজিসি অনুমোদিত স্টেট এবং জাতীয় স্তরের সেমিনার, নাটক ও কবিতার কর্মশালা, ছাত্র সেমিনার ইত্যাদির আয়োজন করে চলেছে। যেহেতু মালদা একটি লোকসংস্কৃতি সমৃদ্ধ বৈচিত্র্যময় অঞ্চল, তাই বিভাগটি একটি লোকসংস্কৃতি সংগ্রহশালা স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
Syllabus
- Bengali Major & Mnc syllabus NEP 2023
- Bengali Honours CBCS Syllabus
- Bengali General CBCS Syllabus
- Bengali Hons & General Syllabus (1+1+1)
- Syllebus distribution Honours- CBCS
- Syllebus Distribution General - CBCS
- New Syllabus for UG Bengali (DC)
- New Syllabus for UG Bengali (MDC)
- New Syllabus for UG Bengali (MN)
- New Syllabus for UG Bengali (AEC)
Programs Offered & Intake Capacity : 140
- Course Structure
Department Faculties
M.A, B.ED. Ph,D. || SACT - Category 1
M.A(JU) Ph,D.(RBU) || Asst. Professor(Stage-II)
M.A, Ph,D. || Asst. Professor
M.A, Ph.D || Associate Professor